শূন্য শুধু শূন্য নয়

সুমন মন্ডল
Written by: Suman M

dummy

  অবহেলায় তুমি ছিলে পাশে

একাকিত্বের কোনও অবকাশে

শরীর যদি পোড়াও সোহাগে

রাতের কালিমা, তোমারই বিবাগে…

 

ধোঁয়ায় অস্পষ্ট তুমি, তোমার মন

ভেজা তনু, ভেজা মন, আমারই আপনজন

কল্পরুদ্ধ, বাকরুদ্ধ, শ্রুতিরুদ্ধ তুমি

হাজার ভিড়ে, হাজার শরীর, খুঁজি যে শুধু তুমি।

 

 

 

 

যদি বলি তুমি আমার হবে

পালহীন নৌকায় সফর মেলাবে

চোখের কাজলে অস্ফূট আমি

সবার অজান্তে পরলোকগামী।

 

তারায় খচিত হবে ছদ্মনাম

কলির কালেতে রুক্ষ ভিয়েতনাম

যাযাবর সব গেরুয়া যত

রক্তে লেখা হবে ইতিহাস যত।

 

যাও যাও সব বিরূপ রজনী

মুখ ঢাকো সব অবলা সজনী

ঘুরে দেখ মুখ আয়না সকল

সবই যে অচল, সবই যে বিকল…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *